শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

বারান্দাটা খোলাই ছিল, 
খোলা হাওয়া সর্বস্ব নিয়ে দুলতে থাকলে-
বারান্দারা তার সঙ্গী হয়। 
কাঠের বাগান নিয়ে দাঁড়িয়ে থাকে শীতপীড়িত গাছ। 
তার পেছনে নির্জলা রোদ। 
হাত ভেজানো রোদের তাপে মনে হয়,
পায়ের নীচে খেলছে জলের ঢেউ
অথচ তারা দূর্দান্ত; ভেসেই চলেছে।

(০৮।১২।২০১৮) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন