#গল্পগুলোনিরভানার
একটা ছিল বন্ধুগলি। গলির মুখোমুখি দুই বারান্দাওয়ালা বাড়ি। একটা বাড়িতে থাকে কুকুর বন্ধু গুটু, আরেকটা বাড়িতে থাকে প্যান্ডা বন্ধু মোটু। একদিন শীতের সকালে খুব রোদ হেসে উঠল। তাই গুটুর ইচ্ছে হলো, সকালের হাঁটাটা সেরেই আসবে। উফফ, উফফ করতে করতে সে বেরোল পথে। বারান্দায় দাঁড়িয়ে ছিল মোটু। মোটু বলল, 'বন্ধু, আমাকেও সাথে নাও!!' এরপর দুই বন্ধু হাত ধরে নাচতে নাচতে পৌঁছে গেলো পার্কে। ওদের সবচাইতে পছন্দের খেলা সি স আর স্লাইড! সি স তো একসাথে খেলল, বিপত্তি হলো স্লাইডে কে আগে উঠবে সেটা নিয়ে। লেগে গেলো লংকাকান্ড! শুরু হলো বৃষ্টি! দৌড়াতে দৌড়াতে ওরা টিলিয়া গাছের নীচে গিয়ে দাঁড়াল। একেবারে কাকভেজা গুটু, মোটু হাঁচি দিতে লাগল! নিমেষেই ওরা দেখতে পেলো, বৃষ্টি গেছে থেমে। কিন্তু ততক্ষণে বারোটা বেজে গেছে ঘড়িতে। তখন তাদের দুপুরে খাবার সময়! মন খারাপ করে, গুটু মোটু আবার গলাগলি করে বাড়ির দিকে হাঁটতে শুরু করল।
গুটু বলল মোটুকে, 'ভালো থেকো বন্ধু, আবার দেখা হবে।'
মোটুও গুটুকে বলল, ভালো থেকো বন্ধু, আবার দেখা হবে।'
গুটু, মোটু একদমই ভুলে গেলো, স্লাইডে আগে পরে ওঠা নিয়ে ওরা যে ঝগড়া বাঁধিয়েছিল!
(ডিসেম্বার ৫, ২০১৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন