বুধবার, ১০ অক্টোবর, ২০১২

রাস্তায় কোলাহল বাড়ে
অন্ধকারের সঙ্গে রতিক্লান্ত রাত নেয় আড়ি
দিনে দুপুরে আলোয় তার গা জ্বলে যায়
সে ঘুমুতে চায়, পর্দাটা পুরু করে টেনে
আরো নিস্তব্ধ নিশ্চয়তা তার প্রয়োজন, 
আঁধারকে খুশি করতে, ঘুম প্রয়োজন তার।



1 টি মন্তব্য: