আঙ্গুলে গাল ছুঁয়ে ফিরে গেলে কাজে
নাজুক হলো চোখ
যে চোখ চাইছে কিছু; যে চোখ মুহূর্তেই অচেনা
লুকানো হলো সব চোখের পাতার ভারে
দেখা হলে বলবে কি আর?
দীর্ঘ নিঃশ্বাস রাত ছুঁইছুঁই
মনে হয় সুতো আছে এক
মন বলে, কিছু ঠিক নেই।
(জুলাই ৮)
নাজুক হলো চোখ
যে চোখ চাইছে কিছু; যে চোখ মুহূর্তেই অচেনা
লুকানো হলো সব চোখের পাতার ভারে
দেখা হলে বলবে কি আর?
দীর্ঘ নিঃশ্বাস রাত ছুঁইছুঁই
মনে হয় সুতো আছে এক
মন বলে, কিছু ঠিক নেই।
(জুলাই ৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন