সন্ধ্যার আলো থেকে দুপুরের অন্ধকার
ক্রমশঃ ক্ষীণ হয়ে আসে
থাকে কেবলই অবাক চোখের তারা
সে নিরব অতি, না বলা অনেক কথা।
হয়ত অনেক পথ চলা বাকি রেখে
চুপ করে বসে থাকা তবু
দিন যাক, ভোর হোক আরো।
'ওগো দুখ জাগানিয়া, তোমায় গান শোনাব।'
ক্রমশঃ ক্ষীণ হয়ে আসে
থাকে কেবলই অবাক চোখের তারা
সে নিরব অতি, না বলা অনেক কথা।
হয়ত অনেক পথ চলা বাকি রেখে
চুপ করে বসে থাকা তবু
দিন যাক, ভোর হোক আরো।
'ওগো দুখ জাগানিয়া, তোমায় গান শোনাব।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন