বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

ঘর আর মানুষে এতো অভিমান!
দেয়ালে শরীর আবৃত করে
সে লুকায় সব অবহেলা।
যেন চোখের কোল জুড়ে বহমান
কাজলের একেক পরতে
মেঘের গল্প আছে পাতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন