ছায়ারা পাখিদের মত, উড়ে যায়/
এখানে রোদের নরম আলোয় আমি দেখি/
মায়াভরা তোমাদের মুখ/
দেখি, হাসির রেশে অশ্রুবিন্দু ক্রমাগত সোনালি হয়/
টিয়ে রং আবৃত গ্রাম্য বধুর নোলকে জড়ো হয়/
করজোড় মিনতি আমার/
আমি তোমাদের আগে পিছে,
হৃদয়ের মাঝে এভাবেই থাকি/
ঠোঁট ফেটে চৌচির হলে/
শুকনো মাঠ মনে আসে/
ভরা বর্ষায় জলমগ্ন মেঘবালিকারা/
শব্দের অলক্ষ্যে আমাকে তোমাদের আর্দ্রতা দিয়ে যায় ...
এখানে রোদের নরম আলোয় আমি দেখি/
মায়াভরা তোমাদের মুখ/
দেখি, হাসির রেশে অশ্রুবিন্দু ক্রমাগত সোনালি হয়/
টিয়ে রং আবৃত গ্রাম্য বধুর নোলকে জড়ো হয়/
করজোড় মিনতি আমার/
আমি তোমাদের আগে পিছে,
হৃদয়ের মাঝে এভাবেই থাকি/
ঠোঁট ফেটে চৌচির হলে/
শুকনো মাঠ মনে আসে/
ভরা বর্ষায় জলমগ্ন মেঘবালিকারা/
শব্দের অলক্ষ্যে আমাকে তোমাদের আর্দ্রতা দিয়ে যায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন