রাত গভীর ও সুন্দর!/
গভীরতাহীন জল কতকাল আর দেখো তুমি?/
অথচ রাতের পাখায় ভর করে পান করো অভিমান পেয়ালা/
ঝেড়ে ফেলো দ্বেষ/
উপশম করো ক্লান্তির/
হয়ে ওঠো নতুন ভোর আরেক!/
রাত গভীর মানে নিশ্চিত ঘুমুচ্ছে পাখি/
তার ডানা ঝাপটানোর শব্দ/
তোমায় তাড়িত করবে না/
রাত আর পৃথিবীর তাবৎ আসরে তখন/
নতুন ভোরগুলো আড়মোরা ভাংছে/
ব্যস্ত রাস্তাগুলো যারা অনেকটা সময় বিশ্রাম নিল/
তারাও ভাংছে সম্মোহন/
জেগে উঠছে আর গায়ে মাখছে ভোরের পদক্ষেপ!/
রাত গভীর মানে তুমি প্রদক্ষিণ করে এসেছো/
শৈশব-কৈশোর-তারুণ্য/
আর সূর্য উঠছে/
কারণ সূর্য উঠবেই!
গভীরতাহীন জল কতকাল আর দেখো তুমি?/
অথচ রাতের পাখায় ভর করে পান করো অভিমান পেয়ালা/
ঝেড়ে ফেলো দ্বেষ/
উপশম করো ক্লান্তির/
হয়ে ওঠো নতুন ভোর আরেক!/
রাত গভীর মানে নিশ্চিত ঘুমুচ্ছে পাখি/
তার ডানা ঝাপটানোর শব্দ/
তোমায় তাড়িত করবে না/
রাত আর পৃথিবীর তাবৎ আসরে তখন/
নতুন ভোরগুলো আড়মোরা ভাংছে/
ব্যস্ত রাস্তাগুলো যারা অনেকটা সময় বিশ্রাম নিল/
তারাও ভাংছে সম্মোহন/
জেগে উঠছে আর গায়ে মাখছে ভোরের পদক্ষেপ!/
রাত গভীর মানে তুমি প্রদক্ষিণ করে এসেছো/
শৈশব-কৈশোর-তারুণ্য/
আর সূর্য উঠছে/
কারণ সূর্য উঠবেই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন