বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

দেখেছ আকাশ নীল, দেখেছ নীলের বিশ্বস্ততা
দেখেছ হঠাৎ কুড়িয়ে পাওয়া মানুষের পায়ের ভিড়ে
কোন এক জোনাকীর মৃদু প্রজ্জ্বলন
দেখার, বাঁচার আকুলতা কি অসীম তোমার!
যখনই ঠেকছ কোন মোড়ে যেতে ঘুরে
তখন করছ মনে ...
অস্তিত্বের গহ্বরে মিশে থাকা আমাকে।
তোমার কাছে এভাবে সত্য হয়ে যায়
আগের অধ্যায়ের আমার উপস্থিতি
প্রতি অধ্যায়ে এভাবে আমি মিশে আছি।

নীল দেখা হয়না আমার
কুড়িয়ে তুলিনা জোনাকীর আলো চোখ ভরাতে।
বেঁচে আছি, জীবনের সম্মান ফেরাতে
ঠেকছি না তাই ...
না ঠকানো কষ্টের সাথে তুমি আছ মিশে
সত্যে মিথ্যায় জড়িয়ে থাকো অসাধারণ
আমার এক আকাশে বিরামহীন গতি তোমার
আসতে হয়না তাই আলাদা করে।

বোধে নিরন্তর যাত্রা একইসাথে
এইতো অবলম্বন আমার
তুমি এখনো পাওনি তার সন্ধান।
আমাদের দু'জনের মাঝে কে কাকে বেশি ভালবাসে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন