শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

পৃথিবী'র ছায়া কি অপরূপ চাঁদের উপরে!
দেখলাম, অপলক চোখে ...
এই যে গ্রহণের কাল, এই সুবিশাল বাঁদুড়ের
এলোমেলো ডানা ঝাপটানো ...
অসীম আকাশ আর দূর থেকে ভেসে ওঠা নিয়ন আলোয়
তোমার অবিরাম বলে যাওয়া কথাগুলো
মুগ্ধতায় ভরে দিলো বহু পুরনো মনকে আমার!
এমন আর মিলেনাই আগে, মিলবেনা কোনোদিন আর, জানি।

জানি, গভীর তোমার চোখ ভরবেনা আর।

আমাদের একেক কথার ভিড়ে পড়ে রবে কতকাল
একেক নিঃশ্বাসের নিরব শাসনে
আসবে শীতের বিকেল।
যে মাঠের বুকে আজ বাড়েনাই ঘাস
আসবে, বেড়াবে সুনিশ্চিত।
নিমেষে কুড়িয়ে পাওয়া সোনালি সময়
আমাদের রঙ'এ প্রাণ ফিরে পায়
আমাদের মত আরো কোনো মানুষের মনে মনে
সাহসে, সৌন্দর্য্যে বুনে দেয় মুক্তির সাধ।

জানি, গভীর তোমার চোখ ভরবেনা আর।
জানি, গভীর আমার মন ভরবেনা কোনদিন আর,
তোমার পরেতে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন