মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

তুমি আমাকে এগিয়ে নিলে পথ থেকে পথের ধাপে
হেঁটে যাওয়া আলোর শরীর, অন্ধকার থেকে আগলে।
এগিয়ে যাচ্ছি আমি ... যেন আরো একটু পথের পরেই
পেছনে তাকিয়ে দেখবো, হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছো!
কতদূর দেশে দেশে চলেছি আমি, আর তুমি দাঁড়ানো
সময়ের ঘূর্ণন থামিয়ে, নিজেকে থামিয়ে
আমাকে দেখছ শুধু, দেখছ ... আমি এ পথে, ও পথে
ক্লান্ত শরীরে, কখনো উচ্ছাসে আমার চোখ বেয়ে
পড়ে গেলো হঠাৎ এক ফোঁটা নোনতা আবেগ।
তুমি দেখছ, আমি মুছে ফেলছি আড়াল করে,
সামলে নিচ্ছি একা প্রচন্ড বাতাসে উড়ে যাওয়া চুল।
আমি আকাশ দেখে, মনের চোখে তোমার একা দাঁড়িয়ে থাকা ভেবে
হোঁচট খাচ্ছি, তুমি দেখছ ... এইমাত্র ঠোঁট কেটে তাজা রক্ত বেরুলো
মুছে নিতে তুমি, আমি ভাবছি। ভাবছি আমি তোমার একা দাঁড়িয়ে থাকা;
আর কিছু দেখা হচ্ছেনা আমার!
কানে ভেসে আসছে, অস্ফুট অথচ কখনো না ভুলে যাওয়া শব্দমালা
"তোমাকে কি অদ্ভূত সুন্দর লাগছে এখন, আজ!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন