আকাশ দেখার সাধ নিয়ে
রয়ে গেলাম অন্তরালে।
এখন সেই অপূর্ণ চোখে লেপ্টে গেছে শূণ্যতা।
আকাশ কখনো নীল মনে হয়
আর শূণ্যতার রঙ দিতে পারিনা।
বিচ্ছিন্ন ও অভিন্ন একই বেঁচে থাকায়
কোথায় যে রয়ে গেছি আমি!
কোথায় আমি যে রয়ে গেছি,
আমি যে রয়ে গেছি কোথায়?
কখনো কোথাও কোনদিন দেখতে পেতাম
একটু অবসর, মুখোমুখি আমি আর আমি
জেনে নিতাম ঠিক কোথায়, কোন কোণে
কোন পৃথিবীতে খুঁজে পাওয়া যায়
আমাকে ...
এবং বেঁচে উঠতাম ...
রয়ে গেলাম অন্তরালে।
এখন সেই অপূর্ণ চোখে লেপ্টে গেছে শূণ্যতা।
আকাশ কখনো নীল মনে হয়
আর শূণ্যতার রঙ দিতে পারিনা।
বিচ্ছিন্ন ও অভিন্ন একই বেঁচে থাকায়
কোথায় যে রয়ে গেছি আমি!
কোথায় আমি যে রয়ে গেছি,
আমি যে রয়ে গেছি কোথায়?
কখনো কোথাও কোনদিন দেখতে পেতাম
একটু অবসর, মুখোমুখি আমি আর আমি
জেনে নিতাম ঠিক কোথায়, কোন কোণে
কোন পৃথিবীতে খুঁজে পাওয়া যায়
আমাকে ...
এবং বেঁচে উঠতাম ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন