শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

নতুন কিছু লিখব করে
ভোর থেকে বসে আছি আলোর অপেক্ষায়।
সূর্য্য ডুবে গেলো, এ রাতের প্রথম প্রহরে
চাঁদের এক চিলতে বেড়ে ওঠা অবয়বে
পেলামনা আলোড়নে তুঙ্গস্পর্শী ডাক!

জানি, গ্লানি মুছতে তৎপর মুখরতায়
একেকটি দিন আসে তাই
দিনের হিসেবে গা ভাসিয়ে চলা ব্যাস্ততায়
নেই মুহূর্ত এমন
যাতে মানে নিতে পারি, নতুন তো আদতে মেলেনা কিছু।
আমরা ভুলতে চাই নিজের অপারগতা, তাই
পুুরনোর জোয়ারে আরেকটি  িদনের আগমন মিলিয়ে
মনে মনে নতুন সাজাই।

আয়নায় দেখা যায় কতদূর?
নতুন এলো বলে যত্রতত্র যাত্রায়
উন্মাদ নাচন শেষে, যার আছে ঘর, সে ফেরে।
যার নেই ঘর, সে শুয়ে পড়ে, পরিচিত গাছের আড়ালে।

নতুন দেখব বলে কাল ঠিক বেরুলে রাস্তার শেষে
ভিখিরীর নোনা চোখ দেখি
ভয় নিয়ে সয়ে যাই আসন্ন সংকট।
যে ধূলো বাতাসে ওড়ে,
তাকে তাড়িয়ে নেওয়া মানুষের দলে
জীবন খুঁজি, নতুন খুঁজি ...

মূর্খ তর্ক করে, সয়ে যাই
মূর্খ গালি দেয়, সয়ে যাই
মূর্খ বড়াই করে  ...
নতুন দেখব বলে
তার চোখ খুলে যাবে, সে আশায়
হারাই আশৈশব লালিত স্বপ্ন,
হারাই চেতনা, হারাই অভিমান, হতাশা ... ভুল!

নতুনের আস্বাদ পাব তাই,
ভোর থেকে বসে আছি ...
ভাবছি অন্যের মাঝে মিশে গিয়ে
ভাবছি নিজের সময় নিয়ে
নতুন তো মিলছে না কোন! ...

1 টি মন্তব্য:

  1. last one in 2011...liked this one, but there's a slight tone of disillusionment ...

    hope, the first verses of 2012 would be the words of gratification and encouragement.

    উত্তরমুছুন