শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

মেঘের মত দিনের রঙ পড়েছে
ঘরে ঝড়ের তান্ডবের ঠিক আগে
আনন্দ নিয়ে আসা অন্ধকার।
অগ্রহায়ণের কাল ...
ঝড়ের দিনের কথা নিয়ে এল মনে!
ফিঙ্গেদের আশ্রয় খুঁজে নেওয়া
পাখার পালকে পড়েছিল চোখ।
মেয়েটি একা, তার বসে থাকা নিয়ে
রাতের কালো আর ভোরের কুসুম আলো
শরীরে মাখিয়ে, সয়ে নিল গুমোট দুপুর।
বিকেলের মাঝে সে এসেছিল দুই রাত পরে
বেহিসেবী পা'য়ের পাতায় তখন
আন্দোলিত অলস নির্লিপ্ততা।
মিলেছিল মন, এমন সময়ে অসময়ে
মিলে গেছে ঝড়ের দিনের সাথে
মনেদের মিলে যাওয়া অপেক্ষার ক্ষণ।
তেমন দিনের কাছে গচ্ছিত আছে ঠিক
গোপন প্রণয়।
ছেলে আর মেয়েগুলো আলাদা বসতি গড়ে
কালের মতন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন