তোমার জন্যে ভোর থেকে জেগে রব রাতের অপেক্ষায়
তোমার জন্যে পথ থেকে পথে রাখব চোখ, রাখব হাত হাতের উপরে
তোমার জন্যে সুখ ভাগ করে নেব, পালা করে, কষ্টের সাথে
তোমার জন্যে, শুধু তোমার জন্যে আমি বিস্ময় হারিয়ে, জীবন লুটাব!
তোমার জন্যে সাত তারা এক করে ফুল বানাব
তোমার হাসির পরে চোখের যে ছায়া পড়ে রবে অবশিষ্ট
সে ছায়ায় গা ভাসিয়ে মিলাব ছায়া'র প্রেম
তোমাকে পাশে পাশে ভেবে, কাছে দূরে রেখে, জীবন লুটাব!
তুমি শুধু ভালবাসো, তাই ... ভালোবেসে যাই ...
তোমার জন্যে পথ থেকে পথে রাখব চোখ, রাখব হাত হাতের উপরে
তোমার জন্যে সুখ ভাগ করে নেব, পালা করে, কষ্টের সাথে
তোমার জন্যে, শুধু তোমার জন্যে আমি বিস্ময় হারিয়ে, জীবন লুটাব!
তোমার জন্যে সাত তারা এক করে ফুল বানাব
তোমার হাসির পরে চোখের যে ছায়া পড়ে রবে অবশিষ্ট
সে ছায়ায় গা ভাসিয়ে মিলাব ছায়া'র প্রেম
তোমাকে পাশে পাশে ভেবে, কাছে দূরে রেখে, জীবন লুটাব!
তুমি শুধু ভালবাসো, তাই ... ভালোবেসে যাই ...
আপনি যাকে ভালোবাসেন তিনি খুবই সৌভাগ্যবান...
উত্তরমুছুন