চুলোর আগুনেই ধোঁয়া ওঠা ভাত হয়ে যাবে
এভাবে ভাবলে পরে সংসার গোছাব কি বলো?
তাতেও যে লাগে মায়া পনেরো মিনিট
তাতেও লাগে তোমার আর আমার মিলিত প্রয়াস
আমি তা বুঝিনি আগে ঠিক করে, মানি
তুমি না জানালে পরে
না বাসলে ভালো
আর ওভাবে না হেসে দিলে ...
তবে জানো, এইটুকু খুব করে জানি
এক বছরের একাকী রাত পাড়ি দিলে পরে
তোমাকে কাছে পাওয়া মানে ভালবাসা
ধোঁয়ার গন্ধে ভাঙ্গা উপবাস।
এভাবে ভাবলে পরে সংসার গোছাব কি বলো?
তাতেও যে লাগে মায়া পনেরো মিনিট
তাতেও লাগে তোমার আর আমার মিলিত প্রয়াস
আমি তা বুঝিনি আগে ঠিক করে, মানি
তুমি না জানালে পরে
না বাসলে ভালো
আর ওভাবে না হেসে দিলে ...
তবে জানো, এইটুকু খুব করে জানি
এক বছরের একাকী রাত পাড়ি দিলে পরে
তোমাকে কাছে পাওয়া মানে ভালবাসা
ধোঁয়ার গন্ধে ভাঙ্গা উপবাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন