সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

দমিয়ে রেখোনা এমন করে
বেঁধে রেখোনা কোন অদৃশ্যে
দৃশ্যত কঠিণ আগলে
বাড়তে দাও, আকাশ দাও
মনকে প্রকাশের স্বাধীনতা দাও।
 জানোনা কিংবা মানতে চাওনা কেন?
এভাবে বাঁচতে না দেওয়াটা যে ভুল!

তুমি যেভাবে ভাবো জীবন তোমার
লুকানো, ছাপানো
প্রাসঙ্গিক অর্থে প্রাচীন ঐতিহ্যে ঠাঁসা
সভ্য নাগরিকের মত।
সে জীবনের দায় নিতে ঘৃণা ধরে যায়
আমি সেই আমিকে আয়নায় দেখিনা
সে আমি হয়ে ওঠার লোভ নেই, তাই
ঘুমঘোরে কান্নায় কেঁপে কেঁপে উঠি।

এভাবে হারালে পরে কোন অভিলাষে
বলো আমাকে করেছ তুমি জয়, তাই জানো!
আকাশ হারিয়ে ফেলা স্রষ্টাকে করে পরাজিত
কি সুখ ভরবে তুমি মুঠোয় তোমার?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন