শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

মানুষগুলো সব ছুটছে নিরেট মূর্খতায়
যেন আরো দু'কদম হেঁটে গেলেই
ক্ষমার উর্ধ্বে উঠে যাবে!
আজ আর তাই এত মানুষের প্রাণ ঠেলে
যান চললো না একটাও রাস্তায়!
আমারো হলো না তোমাকে চমকে দেয়া ...
ভেবেছিলাম, হঠাৎই পৌঁছে যাব তোমার তল্লাটে
দেখা না হওয়ার একেকটি শোকাতুর দিনের দীনতা
মুছে দেব মন থেকে নিমিষেই।
হলোনা ...

যারা জানেনা শান্তি কোথায় মেলে
আর অবাধ্য মনেরে করে শাসন ধর্মের দোহাইয়ে
সহজ দমিয়ে তারা ক্রমাগত পাপ করে চলে
আর হাত তোলে আসমানে
সেইসব মানুষের মন ভরে যাবে ভরসায়!
আমাদের অদেখা আত্মার তৃষ্ণার্ত ভাবাবেগ
তাতে শান্তি খুঁজে পাক!

২টি মন্তব্য:

  1. oh! Bisso-ijtema!
    you failed to meet someone bcz of Bisso-ijtema's incredible traffic!...
    seems so... loved it. cz felt the same way and i smiled a bit, couldnt resist cz those people willl never know it who rushed for..!

    তোমাদের অদেখা আত্মার তৃষ্ণার্ত মন শান্তি খুঁজে পাক!

    উত্তরমুছুন