এবার ঘুম ভেঙ্গে যাবার পর
স্বপ্নের শেষ থেকে শুরু করব
এভাবে রাত দিন এক করে দিব।
এবার আর সময়ের পিছু না নিয়ে
সময়কে ফিরিয়ে আনব অন্য বাড়ী থেকে
এ বাড়ীর চৌকাঠ পেরিয়ে
আমারই মনে ছুটবে সে।
স্বপ্নের শেষ থেকে শুরু করব
এভাবে রাত দিন এক করে দিব।
এবার আর সময়ের পিছু না নিয়ে
সময়কে ফিরিয়ে আনব অন্য বাড়ী থেকে
এ বাড়ীর চৌকাঠ পেরিয়ে
আমারই মনে ছুটবে সে।
...নতুন বছরের প্রথম কবিতা হিসেবে একটু কঠিন হয়ে গেলো না? বুঝি নাই...আসলেই! :-(
উত্তরমুছুনsweet tiny one ^_^
উত্তরমুছুনliked the promises... keep them poet, make it happen truly :)