ঘোর কেটে গেলে পরে যে পৃথিবীতে শাপ বেড়ে ওঠে
সেই শাপের অংশীদার আমি এক, পুরনো।
এগিয়ে যাওয়ার প্রদীপ্ত তেজ নিয়ে, জ্বলে আত্মা।
মুক্তির পথ বড় দীর্ঘ, তারো থেকে দীর্ঘ বুঝি অতীতের রেশ!
প্রতিবার এগিয়ে যত যাই, পেছনে ফিরি তত আরো।
মনে হয়, জাগতিক এইসব কোলাহল ফেলে, ফেলে লোকালয়
দৌড়ে পালাই। এগুনোর আছে যত শত আভিজাত্য,
সেই সাথে করে নিয়ে নেয় অপারগ মন ...
আমি তবে মন নিয়ে, সাথে নিই শুধু অধরা বিস্ময়!
কেন যাই শাপে বেড়ে ওঠা সুনিপুণ সভ্যতার পাল্লায় রাখতে সংশয়?
দ্বিধায়, দ্বিধামগ্ন সমাজে আদিম প্রাণীতে পরিণত হই, মানুষ থেকে।
নাম নেই কোন তার আর।
ঘোর কেটে গেলে পরে এইসব দেখি আমি, জানি আমি আরো।
হাতছানি দেয় যে মরীচিকা, হয়ে যায় বীভিষিকা সে আগামী-
টিকে যাওয়া সুদূর অতীত।
সেই শাপের অংশীদার আমি এক, পুরনো।
এগিয়ে যাওয়ার প্রদীপ্ত তেজ নিয়ে, জ্বলে আত্মা।
মুক্তির পথ বড় দীর্ঘ, তারো থেকে দীর্ঘ বুঝি অতীতের রেশ!
প্রতিবার এগিয়ে যত যাই, পেছনে ফিরি তত আরো।
মনে হয়, জাগতিক এইসব কোলাহল ফেলে, ফেলে লোকালয়
দৌড়ে পালাই। এগুনোর আছে যত শত আভিজাত্য,
সেই সাথে করে নিয়ে নেয় অপারগ মন ...
আমি তবে মন নিয়ে, সাথে নিই শুধু অধরা বিস্ময়!
কেন যাই শাপে বেড়ে ওঠা সুনিপুণ সভ্যতার পাল্লায় রাখতে সংশয়?
দ্বিধায়, দ্বিধামগ্ন সমাজে আদিম প্রাণীতে পরিণত হই, মানুষ থেকে।
নাম নেই কোন তার আর।
ঘোর কেটে গেলে পরে এইসব দেখি আমি, জানি আমি আরো।
হাতছানি দেয় যে মরীচিকা, হয়ে যায় বীভিষিকা সে আগামী-
টিকে যাওয়া সুদূর অতীত।
nice realization...
উত্তরমুছুনand again,
illusions come back and engrave us in those nightmares of future and past. no escape! because, we do not live in illusions, we are the illusions! :)
...we all are Cardiopulmonary resuscitation, Bombax malabaricum, Hibiscus rosa-sinensis...etc etc. (Btw Ive used English words which are very tough!)
উত্তরমুছুন