মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

আমি মানতে চাই, জীবনের সাথে ছিল এক বোঝাপড়া
মেনে নেব, যা কিছু আসবে অনির্দিষ্ট, সয়ে যাব তা।
আমি বুঝে গেছিলাম, ভালবাসি না হয়ত আর ...
আশান্ত সময়ে এসে দাঁড়ালাম কেন তবে?
ওখানে তোমার মন খারাপের রঙ এ হয় কান্না আঁকা
এখানে আমার মনে কষ্ট গলে পড়ে!

এ কেমন বিপন্ন আবেগ?
হুট করে উঁকি দিয়ে চলে আসে রোজ
এতো যত্নের মাখামাখি, ভালবাসার কালেও
দমকা বাতাসের সাথে  উড়ে চলা  ধূলোর মত
তোমার উপেক্ষাগুলো ভুলে যাই
আর ভালবেসে ফেলি কিনা তোমাকেই!

আবারো ধ্বংসস্তুপ ফুঁড়ে বেরিয়ে পড়ে
আমৃত্যু লালিত বেঁচে থাকার বাসনা!
তোমার সাথেই ভাগ করে নিই আমার চব্বিশ ঘন্টা!

২টি মন্তব্য:

  1. offh! A lot for me... can't just say how well does this connect my senses. so true-so good.
    "ami mugdho hote chai, evabei, achomka, ekhanei ... "
    :D

    উত্তরমুছুন
  2. আবুল মাল আব্দুল মুহিত (অবাক হওয়ার কিছু নাই! এই নাম কি বাংলাদেশে একজনেরই হইতে পারে? আজিব!)১০ জানুয়ারী, ২০১২ এ ৯:২৮ AM

    আমৃত্যুর পরশ বুনে চলা মন আর না ভাসুক
    পড়ে পাওয়া পরিত্যক্ত ঝড়া পাতার আদরে।
    স্বপ্ন জলে ধোয়া হৃদয়কে আর নাড়া না দিক
    হুট করে ভেসে আসা মাখোমাখো ভালোবাসা।
    ধ্বংসস্তুপ ছিড়ে ইচ্ছের প্রভাত হোক তোমার জানালায়,
    সারাক্ষণ...আজীবন।

    উত্তরমুছুন