আমাকে বিশ্রাম দাও ...
কেন বোঝনা, যে তাপে পোড়েনা চোখ
সে তাপে জ্বলছে মন, শক্তিমান দুরাশায়।
চোখকে সইতে দাও, মনকে থাকতে দাও
কিছুটা সময়, আরো কিছুটা সময় ধরে একা।
আমি যে মুখের মায়ায় বাঁধি ঘর
যার হাত ধরে কুড়াই শিশির
যে আমাকে করে সুন্দর, গড়ে মানুষে
তার দিকে তাকাবার আরো দাও
কিছুটা সময়!
এরপরে যেই ধূলো আসবে পথে
এরপরে ক্ষেতে ফুটবে সর্ষে ফুল
সেই পথে যাব ...
আরো আরো কথা বলে
ক্লান্তিতে, বিষাদ লুকিয়ে
হয়ে যাব প্রেম কতবার!
কিছুটা সময় ধরে থাকতে দাও একা
সুখ জেনে সরে যাই দুঃখের হ্রথে
তারো আগে, হয়ে নেই প্রস্তুত
একা দাঁড়াবার ...
কেন বোঝনা, যে তাপে পোড়েনা চোখ
সে তাপে জ্বলছে মন, শক্তিমান দুরাশায়।
চোখকে সইতে দাও, মনকে থাকতে দাও
কিছুটা সময়, আরো কিছুটা সময় ধরে একা।
আমি যে মুখের মায়ায় বাঁধি ঘর
যার হাত ধরে কুড়াই শিশির
যে আমাকে করে সুন্দর, গড়ে মানুষে
তার দিকে তাকাবার আরো দাও
কিছুটা সময়!
এরপরে যেই ধূলো আসবে পথে
এরপরে ক্ষেতে ফুটবে সর্ষে ফুল
সেই পথে যাব ...
আরো আরো কথা বলে
ক্লান্তিতে, বিষাদ লুকিয়ে
হয়ে যাব প্রেম কতবার!
কিছুটা সময় ধরে থাকতে দাও একা
সুখ জেনে সরে যাই দুঃখের হ্রথে
তারো আগে, হয়ে নেই প্রস্তুত
একা দাঁড়াবার ...
কার কাছে কি চাচ্ছো বোঝা গেলো না. কঠিন হয়ে গেছে আমার অনূর্বর মস্তিস্কের জন্যে :-( কিন্তু পড়তে ভালো লাগলো। গুড জব আঁতেল। Bien hecho...buena poesía. :-)
উত্তরমুছুন