কতকিছুই তো দেখবনা বলে পাশ কেটে যাই
শুনবনা ভেবে দৌড়ে দূরে সরি।
পারিনা ... পেছন থেকে ঠিক ধরে রাখে
কোন এক ভেতরের ডাক।
নিজেকে ভারমুক্ত যেমন করতে পারিনা
বিষাদের প্রতীয়মান অস্তিস্ব থেকে
তেমনই হয়না ভাল থাকা তাই।
আমার চোখ পড়ে যায়
মন পড়ে রয় ...
এতে যদি বল, আমি সহজে সুখী নই, মেনে নেব।
মেনে নেব, কারণ, ভেতরের ডাক উপেক্ষা করে
সুখী হতে পারিনি কখনো।
বরং, পরিচিত বিষাদেই বড্ড ভাল থাকি।
কিংবা এও ভেবে নিতে পারো,
তোমার অভ্যস্ত সুখে আমি আমাকে দেখিনা
পাইনা খুঁজে আমার অনভ্যস্ত সুখ।
এবার বল তবে, কি নিয়ে এলে?
কি দিতে পারো আমাকে তুমি?
সুখ? ... দুঃখ!!
পরিচিত অভ্যস্ততা ছাড়া
আমাকে আর কিছুই কি দেবার আছে তোমার?
things turns into a cycle of behavior as if playing the roles just to keep a social system working after few years.
উত্তরমুছুনhappiness...