বন্ধু, আমার মনে পড়ে না
তোমার সঙ্গে দেখা প্রথম কবে হয়েছিল ঠিক!
কবে থেকে শুরু হয়েছিল বন্ধুতা?
কবে থেকে তোমাকে বন্ধু ভেবে নিয়েছিলাম,
কিংবা, তুমি আমাকে, অথবা ... আমরা আমাদের!
এমন কি হতে পারে, এমনি হবার ছিল?
জানিনা, বুঝিনা কিছু ... এখন জানি তবে
বন্ধু আছে এক! ...
হঠাৎ ছুঁয়ে দেওয়া নিরীহ লজ্জাবতী যেমন
লুকোতে উদ্যত হয় ...
আমাদের দ্বিধাগুলো আমরা হঠাৎ করে
লুকিয়ে লুকিয়ে অবশেষে মিললাম এসে যেন!
তাই, সংকোচ নেই মনে
জীবনের ধারণা যে এক!
ভাবনার বাড়াবাড়ি এক হওয়া ভিড়ে,
দ্বিধা আর কৌশলহীন বেঁচে থাকা, খেয়ালে
প্রগলভ গল্প, ক্রমেই বুঝে যাওয়া নিরবতায়
তুমিই তো বন্ধু আমার!
চলে যাই, দূরে যাই, জানিনাই ভাল আছো কিনা!
চলে যাও, দূরে যাও, জেনে নাও, ভাল নেই- বেখেয়ালী আমি!
তবু যাই, চলে যাই দূরে, শূণ্যের দেশে।
আমাদের বন্ধুতা ঠিক কবে গড়ে উঠেছিল?
মনে আছে? ...
তোমার সঙ্গে দেখা প্রথম কবে হয়েছিল ঠিক!
কবে থেকে শুরু হয়েছিল বন্ধুতা?
কবে থেকে তোমাকে বন্ধু ভেবে নিয়েছিলাম,
কিংবা, তুমি আমাকে, অথবা ... আমরা আমাদের!
এমন কি হতে পারে, এমনি হবার ছিল?
জানিনা, বুঝিনা কিছু ... এখন জানি তবে
বন্ধু আছে এক! ...
হঠাৎ ছুঁয়ে দেওয়া নিরীহ লজ্জাবতী যেমন
লুকোতে উদ্যত হয় ...
আমাদের দ্বিধাগুলো আমরা হঠাৎ করে
লুকিয়ে লুকিয়ে অবশেষে মিললাম এসে যেন!
তাই, সংকোচ নেই মনে
জীবনের ধারণা যে এক!
ভাবনার বাড়াবাড়ি এক হওয়া ভিড়ে,
দ্বিধা আর কৌশলহীন বেঁচে থাকা, খেয়ালে
প্রগলভ গল্প, ক্রমেই বুঝে যাওয়া নিরবতায়
তুমিই তো বন্ধু আমার!
চলে যাই, দূরে যাই, জানিনাই ভাল আছো কিনা!
চলে যাও, দূরে যাও, জেনে নাও, ভাল নেই- বেখেয়ালী আমি!
তবু যাই, চলে যাই দূরে, শূণ্যের দেশে।
আমাদের বন্ধুতা ঠিক কবে গড়ে উঠেছিল?
মনে আছে? ...
...হাত মেলে দাঁড়িয়ে থাকা শুন্যের বন্ধুতায়
উত্তরমুছুনশুন্য থেকে শুরু শুন্যেই যে শেষ। তারপরও...
স্বপ্নেরা ছুট দেয় তোমার পিছু পিছু, তুমি স্বপ্নের!
বেঁচে থাকাটা তোমার সংগ্রাম, ভালোবাসা কিংবা বেছে নেয়া সুখ।
নীরবে জানা আগামীর আলিঙ্গন কিংবা অজানা জীবনের মায়ায়
নতুন ভাবে হেসে ওঠা।
স্বপ্নের শব বয়ে আনা শুন্যতাটা ওলট-পালট করে দেয়
আমার রাত-দিন, ঘুরে ফিরে আবারো হেঁয়ালী ভরে
নিজের কাছে...শুন্যের বৃত্তেই।
আশ্রয় খুঁজে বেড়াবার পালাটা ফুরোয় না কখনোই,
এতটুকু জায়গা মেলে না কারো স্বপ্নের ইচ্ছেমৃত্যুতে
ঘরে ফিরে আবারো দেখা সেই অতি পুরনো
ঝাপসা হয়ে আসা নিজের অবয়ব।
কখনোই দুজনের না হওয়া বৃত্তটা আজ সমান্তরাল।
এমনটাই কি হবার ছিল?
জানিনা বুঝিনা কিছু,জানি তবু...
বন্ধু আছে এক।
:-)
Never loved one that much!
উত্তরমুছুনI was so happy reading it, don't know why!
I kept whispering বন্ধু...বন্ধু... বন্ধু আমার...
read 4 times! hahaha