রুক্ষ ও রুগ্ন দিন গেলো চলে
কিংবা আমার মন ভাল নেই, তাই
কিছুতেই মিলছেনা স্থিরতা।
ভাবি, আজ তোমাকে না দেখে
না ধরে তোমাকে, না শুনে হাসি
আর না হয়ে মুগ্ধ কথায়
চলে গেলো দিন, শীতনিদ্রায়।
কিংবা আমার মন ভাল নেই, তাই
কিছুতেই মিলছেনা স্থিরতা।
ভাবি, আজ তোমাকে না দেখে
না ধরে তোমাকে, না শুনে হাসি
আর না হয়ে মুগ্ধ কথায়
চলে গেলো দিন, শীতনিদ্রায়।
ভাবি, আজ তোমাকে না দেখে
উত্তরমুছুননা ধরে তোমাকে, না শুনে হাসি
আর না হয়ে মুগ্ধ কথায়
চলে গেলো দিন, শীতনিদ্রায়
তোমার মন ভাল নেই!