কি ভাবছ বসে?
নরম ভেজা মন নিয়ে, একা
কেন বিলুপ্ত সম্পর্কের মায়া বয়ে বেড়াও
স্মরণে তোমার!
নদীর তো আছে তবু এক গন্তব্য
জানে, সে মিলবে ঠিক মোহনায়
তাকে তুমি দেখো?
নেই ওর সেই অধিকার
তোমাকে বোঝার।
ভাবি, কতটুকু রয়ে গেল বাকি আর
অস্থির যাত্রা বয়ে বেড়াবার ...
বদলে যায় ক্ষণে ক্ষণে সময়ের রঙ
প্রকৃতি বদলায় পালাবদলের কাল
তুমি বসে থাকো, ভাব, দেখে যাও একা
ও মন, বিষম সুন্দর মন নিয়ে-
আর পৃথিবীতে সহজে ঘটে যাওয়া প্রণয়ে
হয়না স্খলন তার।
যে চোখে হারাও সব
যে চোখ তোমাকে হারায়
বিল্লুপ্ত সম্পর্কের মায়ায়
খুঁজে পাও, প্রতিবার ভালবাসা ...
ফেরা তাই হয়না তোমার!
স্মরণে যে নাম মনে আসে
তার অপেক্ষায়।
জানোনা, সে চলে যায়
সে কখনো ভাঙ্গেনা শৃংখল
মনে সে বাড়ে, সময়ে বাড়ে না!
তবু রোজ বসে থাকো, কি আশায়?
ভাঙ্গনের উৎসবে, নিদারুণ সাহসে রাখো
অসমাপ্ত আদরের রেশ!
নিরব কান্নায় টলে পড়ে মানুষীর মন
ভেজা মন নিয়ে ভেবে তুমি যাও শুধু আর।
এভাবেই শেষ হয় প্রতি রাত, প্রতি ভোর
আলো, অন্ধকার।
নরম ভেজা মন নিয়ে, একা
কেন বিলুপ্ত সম্পর্কের মায়া বয়ে বেড়াও
স্মরণে তোমার!
নদীর তো আছে তবু এক গন্তব্য
জানে, সে মিলবে ঠিক মোহনায়
তাকে তুমি দেখো?
নেই ওর সেই অধিকার
তোমাকে বোঝার।
ভাবি, কতটুকু রয়ে গেল বাকি আর
অস্থির যাত্রা বয়ে বেড়াবার ...
বদলে যায় ক্ষণে ক্ষণে সময়ের রঙ
প্রকৃতি বদলায় পালাবদলের কাল
তুমি বসে থাকো, ভাব, দেখে যাও একা
ও মন, বিষম সুন্দর মন নিয়ে-
আর পৃথিবীতে সহজে ঘটে যাওয়া প্রণয়ে
হয়না স্খলন তার।
যে চোখে হারাও সব
যে চোখ তোমাকে হারায়
বিল্লুপ্ত সম্পর্কের মায়ায়
খুঁজে পাও, প্রতিবার ভালবাসা ...
ফেরা তাই হয়না তোমার!
স্মরণে যে নাম মনে আসে
তার অপেক্ষায়।
জানোনা, সে চলে যায়
সে কখনো ভাঙ্গেনা শৃংখল
মনে সে বাড়ে, সময়ে বাড়ে না!
তবু রোজ বসে থাকো, কি আশায়?
ভাঙ্গনের উৎসবে, নিদারুণ সাহসে রাখো
অসমাপ্ত আদরের রেশ!
নিরব কান্নায় টলে পড়ে মানুষীর মন
ভেজা মন নিয়ে ভেবে তুমি যাও শুধু আর।
এভাবেই শেষ হয় প্রতি রাত, প্রতি ভোর
আলো, অন্ধকার।
...আমি আমার আত্মার কাছে অচেনা।
উত্তরমুছুনযখন শুনি জিহবা কথা বলছে, স্বম্ভিত হয় কান
আমার স্বরে, দেখতে পাই লুকানো সত্তা
হাসছে, কাঁদছে ভয়হীন আর কম্পমান শংকায়,
আমার সত্তা আমার বিস্ময়। মনন খুঁজে ফেরে মননের মানে।
লুকিয়ে যাই আমি, পালাই – কুয়াশায় ঘেরা,
আবৃত নীরবতার পোশাকে।
শরীরের কাছে অচেনা আমি
আয়নার সামনে থামি, আকার চিনতে পারি না,
দেখি, চোখের ভেতরে যা লুকানো কোথাও নেই তা আমার গভীরতায়।
অচেনা আমি ঘুরে বেড়াই পৃথিবীর পুব ও পশ্চিমে।
মাথা রাখার জায়গা পাই নি কোথাও, এমন কাউকে নয়
যে আমাকে চিনতে পারে কিংবা শুনতে চায় আমার কথা।
যখন জেগে উঠি সকালে, নিজেকে দেখি বন্দী এক
অন্ধকার গুহায়, বিষধর সাপ ঝুলে আছে ছাদে
কীটেরা ছিদ্র করেছে এর কোণ।
আমি পৃথিবীর অচেনা।
অচেনা আমি, এই পৃথিবীর কেউই জানে না
আমার আত্মার ভাষার সামান্যতম শব্দ।
এলোমেলো হেঁটে চলি শূন্য নির্জনে, দেখি বুদবুদ ছেড়েছে নদী
উঠে যাচ্ছে উপত্যকার গভীরতা থেকে পাহাড়ের চূড়ায়।
...এমনি করে অনাহুত,
অচেনা থেকে যাবো— যতদিন না মৃত্যু সরিয়ে দেয় দূরে,
বয়ে নেয় আমাকে আপন ভূমিতে।
- কাহলিল (খলিল) জিবরানের 'The Lonely Poet' এর নির্বাচিত অংশ। (অনুবাদঃ রেজা নুর)
খলিল জিবরান! কি আসাধারণ! আহা! :(
উত্তরমুছুনপ্রাণ ভরে গেলো ...
আমিও বিলুপ্ত সম্পর্কের মায়া বয়ে বেড়াই,
উত্তরমুছুনআর এভাবেই শেষ হয় প্রতি রাত, প্রতি ভোর
আলো, অন্ধকার
how did it tell my story, my senses? I love it...a lot. thank you poet...