চেষ্টা করছি, চেষ্টা করছি, চেষ্টা করে চলেছি
ক্ষয়ে যাচ্ছি, ক্ষয়ে যাচ্ছি, ক্ষয়েই যাচ্ছি শুধু
স্বপ্ন যা বাঁচিয়ে রাখছে, সে আছে আড়ালে, গহীনে
সত্য যা কিছু, মানুষের তৈরি সেটা, কখনো কবিরও
তোমার সত্য, আমার সত্য কিংবা আমাদের সত্য
তোমার মিথ্যে, আমার মিথ্যে কিংবা আমাদের মিথ্যে
সবকিছু মূলত জীবনের সাথে সাথে আছে
জীবন কখনো মাঝরাতে দেখে চলা রাস্তায়
জীবন অধর্মে, ধর্মে, জীবন কর্মে বাঁচায়
সত্য কিংবা যা হয় মিথ্যে সে জীবনের সাথেই তো আছে
এক জীবন শেষ, তো শেষ হয় সত্য, মিথ্যে, ক্ষয়
কর্মের শেষ হয় জীবনের শেষের সাথে
চেষ্টার বিশ্রাম শুরু হয় ... জীবন খুব দীর্ঘ তো নয়।
ক্ষয়ে যাচ্ছি, ক্ষয়ে যাচ্ছি, ক্ষয়েই যাচ্ছি শুধু
স্বপ্ন যা বাঁচিয়ে রাখছে, সে আছে আড়ালে, গহীনে
সত্য যা কিছু, মানুষের তৈরি সেটা, কখনো কবিরও
তোমার সত্য, আমার সত্য কিংবা আমাদের সত্য
তোমার মিথ্যে, আমার মিথ্যে কিংবা আমাদের মিথ্যে
সবকিছু মূলত জীবনের সাথে সাথে আছে
জীবন কখনো মাঝরাতে দেখে চলা রাস্তায়
জীবন অধর্মে, ধর্মে, জীবন কর্মে বাঁচায়
সত্য কিংবা যা হয় মিথ্যে সে জীবনের সাথেই তো আছে
এক জীবন শেষ, তো শেষ হয় সত্য, মিথ্যে, ক্ষয়
কর্মের শেষ হয় জীবনের শেষের সাথে
চেষ্টার বিশ্রাম শুরু হয় ... জীবন খুব দীর্ঘ তো নয়।
তোমার আঁতেল হওয়ার প্রচেষ্টা ১০০% সফল :-)
উত্তরমুছুনআঁতেল হওয়ার প্রচেষ্টা আবার কি? ... :/ আজব!
উত্তরমুছুনসর্যি...আঁতেল হওয়ার প্রচেষ্টা না! তুমি তো জন্ম থেকেই আঁতেল...ভুল হইসে!
উত্তরমুছুনgo to hell ... :/
উত্তরমুছুন