মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

যদি একেই বলে ভাল থাকা
তবে আমি ভালই আছি বেশ!
গুছিয়ে রাখছি ঘর, আসবাব
বেরিয়ে পড়ছি রোজ কাজে
আমার শারীরিক দেয়ালের কোথাও
এমনকি আঙ্গুলের কোন কোণে
জমে নেই কেটে যাওয়া রক্তের দাগ।
আমি সত্যিই ভাল আছি বেশ!

যদি জানতে চাও তারো গভীরে
তবে আমি তাড়িয়ে দেব তোমাকে
তোমাকে দূরে সরাতে,
তোমাকে ভোলাতে আমি ভাল আছি কিনা
জানা আছে সব কৌশল
তাতেও যদি না থামো তুমি
চোখ ফেরাবো পলকে।
কারণ, আমি ভাল আছি বেশ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন