ফিরে এসো। কোথায় গিয়েছো চলে?
আমি আসিনা তোমার কাছে, দেখিনা তোমাকে
তবু তো রয়েছে বাকি আরো ঢের ...
কোথায় গিয়েছো চলে?
আমার একা রাতের গল্প বলি আমি কাকে?
কে শোনে চাপা দীর্ঘশ্বাসের পতন,
শিশিরের শব্দের মত!
ফিরে এসো, তোমাকে দেখিনা, আসিনা তোমার কাছে
তবু রয়েছে বাকি আরো ঢের।
নিরবতায় লুকিয়ে থাকা আমাকে
পড়তে তুমি এসো
একা এই পৃথিবীতে তোমার আর কিছু নয়
উপস্থিতি বড় প্রয়োজন ...
তুমি আছ সেকথা জেনে কাটবে জীবন বেশ
... ফিরে এসো।
[জীবনের বাঁকগুলো এত অদ্ভূত ঠেকে! কোথায় যেন কার সাথে মিলে যায় সব হারানোর পরে, এমনকি সময় হারিয়ে! ... পৃথিবী তো চলে ঠিকঠাক, জীবনের গতিও ... শুধু সময় হারিয়ে মিলে যাওয়া পথেরা মিলেনা কখনো। তেমনি কোন জীবনকে ভেবে ...]
আমি আসিনা তোমার কাছে, দেখিনা তোমাকে
তবু তো রয়েছে বাকি আরো ঢের ...
কোথায় গিয়েছো চলে?
আমার একা রাতের গল্প বলি আমি কাকে?
কে শোনে চাপা দীর্ঘশ্বাসের পতন,
শিশিরের শব্দের মত!
ফিরে এসো, তোমাকে দেখিনা, আসিনা তোমার কাছে
তবু রয়েছে বাকি আরো ঢের।
নিরবতায় লুকিয়ে থাকা আমাকে
পড়তে তুমি এসো
একা এই পৃথিবীতে তোমার আর কিছু নয়
উপস্থিতি বড় প্রয়োজন ...
তুমি আছ সেকথা জেনে কাটবে জীবন বেশ
... ফিরে এসো।
[জীবনের বাঁকগুলো এত অদ্ভূত ঠেকে! কোথায় যেন কার সাথে মিলে যায় সব হারানোর পরে, এমনকি সময় হারিয়ে! ... পৃথিবী তো চলে ঠিকঠাক, জীবনের গতিও ... শুধু সময় হারিয়ে মিলে যাওয়া পথেরা মিলেনা কখনো। তেমনি কোন জীবনকে ভেবে ...]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন