শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

রাতের মায়ায় ভুলে গেছিলাম
সকালে ঠিক ভুলে যাই
ভাবনা'রা এসেছিল ...
এখন ফকফকে সাদা দুপুরে
শত চেষ্টায় বুঁদ হয়ে থেকে
ভাবছি তাদের
ভাবনা'রা এসেছিল, জানি
শুধু ওটুকুই অবলম্বন
আর তারা আসছেনা ফিরে
করি কি এখন!

কাঙ্গালের মত বসে আছি
হাঁটছি আহত পায়ে
উন্মাদ, ভ্রমণে শব্দের দেশ
ওরা আর আসবেনা ফিরে
এই ভাবনায় নিঃশেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন