শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

কে যেন আসে রোজ
নিয়মে না অনিয়ম মেনে,
কে তা জানে!
জানতে ইচ্ছে করে খুব ...

টুকরো টুকরো অবসরে
জড়ায় না বিগত কোন শোকে
আসে আর যায় নিরবে
কে যে রোজ আসে!
কে তা জানে?

ঘুমোতে যায় যে বিছানা,
ঘুম থেকে ওঠে প্রতি ভোরে
কথারা হারিয়ে যায়
কথারা এসে যায় গোপনে

এসে রোজ পড়ে থাকে কথা
গোপনে সে এসে জানে সব
জানিনা সে আসে রোজ গোপনে
... জানতে ইচ্ছে করে খুব
কে তা জানে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন