তোমার বাদামি তারা'র চোখে চোখ পড়তেই
চমকে উঠেছিলাম আমি ...
সূর্য্য থেকে উৎসারিত আলোয় বিষাদে-
সুন্দর, মায়াময় যত্নে, পবিত্র প্রেমে ভরা চোখ
আমাকে ভুলিয়ে দিয়েছিল কিছু আগে ঘর ভরে
ফেলে আসা কষ্টের কথা!
পুরো এক বিকেল জুড়ে তোমার
বাদামি তারা'র চোখ আমায় ফেরাতে দেয়নি চোখ!
চমকে উঠেছিলাম আমি ...
সূর্য্য থেকে উৎসারিত আলোয় বিষাদে-
সুন্দর, মায়াময় যত্নে, পবিত্র প্রেমে ভরা চোখ
আমাকে ভুলিয়ে দিয়েছিল কিছু আগে ঘর ভরে
ফেলে আসা কষ্টের কথা!
পুরো এক বিকেল জুড়ে তোমার
বাদামি তারা'র চোখ আমায় ফেরাতে দেয়নি চোখ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন