বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

দুর্বিনীত সন্ধ্যাকাশে একটি তারা'র রাতে
ফুটিয়ে নিলে হাজার তারা, রুপা'র জোনাকী
কোন পাহাড়ে লুকিয়ে ছিলে
উষ্ণতা আর ওমের রুপে অগ্রহায়ণে-
বৃষ্টি হয়ে এলে!
এক বর্ষায় ভাঙ্গেনি যে ঢেউ মাতাল
অন্ধকারে চেপে প্রলয় নিয়ে এলে
ক্ষেত মাড়িয়ে, বন পেরিয়ে, অসীম ক্ষমতায়!
এনে দিলে ঠান্ডা হাওয়ার প্রলেপ লেপা রাঙ্গানো আদর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন