মেঘহীন আকাশে যেমন শুধু নীল
ঘোর লাগানো শূণ্যতার নীল
মাছরাঙ্গা পাখি'র পালক থেকে
ধার করে নিয়ে যাওয়া নীল
আর গমগমে দিন-দুপুর
শ্যাওলা সবুজে টুপ করে খসে পড়া
নীলের ভূমিতে ভাসে সে প্রথম নীল
আমার শেষ নীল ...
মৃদু বাতাসে উড়ে যায় নীল
নীল বসে থাকে ঘাসের পাশে
মেহগণি গাছের সারি'র ফাঁক গলে
চুয়ে পড়ে নীল।
মেঘের রাত থেকে চুরি করে নিয়ে আসে
নীলরঙ জ্যোৎস্নায়
একাকী আবেগে বেড়ে ওঠা বৃষ্টি নীল।
নীল আমাকে বুঁদ রাখে নেশায়
নীল আমাকে একা করে রাখে
নীল আমাকে ভুলতে দেয়না নীল
নীল আমার পাশে পাশে থাকে
নীল আমাকে ছেড়ে দূরে যায়
নীল পড়ে থাকে আমার জানালা'র পাশে
নীল আমায় দেখেও দেখেনা
নীল, চোখে আমাকেই শুধু দেখে
নীল উন্মত্ত করে তোলে
নীল শান্ত করে দেয়
নীল আমাকে হারিয়ে ফেলে
নীল আমায় আমৃত্যু নীল করে রাখে ...
ঘোর লাগানো শূণ্যতার নীল
মাছরাঙ্গা পাখি'র পালক থেকে
ধার করে নিয়ে যাওয়া নীল
আর গমগমে দিন-দুপুর
শ্যাওলা সবুজে টুপ করে খসে পড়া
নীলের ভূমিতে ভাসে সে প্রথম নীল
আমার শেষ নীল ...
মৃদু বাতাসে উড়ে যায় নীল
নীল বসে থাকে ঘাসের পাশে
মেহগণি গাছের সারি'র ফাঁক গলে
চুয়ে পড়ে নীল।
মেঘের রাত থেকে চুরি করে নিয়ে আসে
নীলরঙ জ্যোৎস্নায়
একাকী আবেগে বেড়ে ওঠা বৃষ্টি নীল।
নীল আমাকে বুঁদ রাখে নেশায়
নীল আমাকে একা করে রাখে
নীল আমাকে ভুলতে দেয়না নীল
নীল আমার পাশে পাশে থাকে
নীল আমাকে ছেড়ে দূরে যায়
নীল পড়ে থাকে আমার জানালা'র পাশে
নীল আমায় দেখেও দেখেনা
নীল, চোখে আমাকেই শুধু দেখে
নীল উন্মত্ত করে তোলে
নীল শান্ত করে দেয়
নীল আমাকে হারিয়ে ফেলে
নীল আমায় আমৃত্যু নীল করে রাখে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন