রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

অন্ধকার নামে অতল এক পাখির ডানায় ভর করে
চলছি করুণ নগরীর নামে অনামে ঠেঁসে চলা রাস্তায়
প্রতিমুহূর্তে পেরিয়ে যাচ্ছি সময়ের গতি
হিম অসাড় হাতে মুঠোভরে ধরেছি তাকে
সে উড়ে চলেছে ... মাটিতে হোঁচট খাচ্ছে-
আমার অনভ্যস্ত পা, কখনো টালমাটাল হাতের আঙ্গুল্গুলো।
অন্ধকার পাখির পেছনে আঁধার
তার সামনে, ডানে-বামে আঁধার
উপরে নিচেতে আঁধার আর আমি-
উলটে যাচ্ছি, সামলে নিচ্ছি, গিলে ফেলছি দ্বিধা, উল্লাস, ভয়।
অন্ধকার পাখিতে, আঁধারে মিশে আছি
বিষাদে ধুয়ে নিংড়ে নেওয়া বিশুদ্ধ নির্লিপ্ততা মেখে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন