শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

একবিন্দু সময় নিয়ে
হুট করে যে আসো তুমি
যখন আসো ... তখন আমার
চোখ পড়ে যায় ঘুমে
তুমি জানো ... তবু
অমন করেই আসো!
এই আসাটা সারাবেলায়
এখন তখন যখন ঘটে
তখন আমার চোখ পড়ে যায় ঘুমে!


1 টি মন্তব্য: