শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

দুঃখ প্রকাশের ভাষা নাই জানা
যখন তুমি আর আমি এক বিন্দুতে এসে থামি
অথচ জীবনের বাঁক গেছে ঘুরে
আমরা প্রতিনিয়ত বসে থাকি মুখোমুখি দু'জনের
করি বিষপান যাপিত সময়ের
একদিনের ধৈর্য্যহীন সময়ের ফেরে
বাঁধা পড়ে গেছে প্রেমের প্রকাশ!
এ কেমন সংসার, এ কেমন পৃথিবী?
ভুল গুলো ঠিকঠাক পেয়ে যায় স্থান
ভেতরে কুঁকড়ে মরে দুইটা জীবন।

এইসব সামাজিক বাস্তবতা অবাস্তব মনে হয়
এইসব ভুলে ভরা দেয়ালের কাঁধ টপকে
চলে যেতে ইচ্ছে করে দূরে আরো দূরে
দেয়ালের আরোপিত বাঁধনের বাইরে নিতে ইচ্ছে করে সুখ
তোমার হাতের শৃংখলিত তরঙ্গে।
তোমার চোখে ডুবে যেয়ে ভুলিয়ে দিতে ইচ্ছে করে
বিষাক্ত বিষাদ।

কেন সময় দেয় না সময়,
কেন সময় দেয় না মুক্তি,
কেন সময় করে না ক্ষমা?
কেন বেঁচে থাকা হয়ে যায় মৃত্যুর মত!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন