বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

এক দিনের ব্যবধানে ছুঁয়ে দিলে আকাশ তোমরা
তোমরাই তো পারো তবে ফেরাতে পতনোন্মুখ মানুষের মন
কেন তবে ঝরে পড়ে রাতের বাতাস নিঃসহ যন্ত্রণায় কাতড়ে!
এক তুড়িতে শুকিয়ে ফেলতে পারো নোনতা জল, গুমোট তান্ডব
কেন তবে ফেরাও না হারিয়ে যাওয়া পাখি'র পালক শরীরে?

ওই যে দূরে ছিটিয়ে থাকা শব্দমালা কাঁদে, ডাকে
নিশ্চল মন অনড়, অবশ তাই হেলায় বেড়ে ওঠা শরীর আর ত্বক
মৃত চোখ স্থির অবিচল আড্ডায়
হাত বাড়ানো অস্থিরতায় শান্তি খোঁজেনা।
গোঙ্গানো অতীতে আড়মোড়া ভাঙ্গে পংক্তিহীন তেলাপোকা'র মত!

তোমরা পারো, আদরে গ্রহণ করতে নিষিদ্ধ জঞ্জাল
বর্তমানে  খুঁড়তে পারো ব্যস্ততা'র কবর
কেন তবে আরো একটু বেড়ে ওঠোনা? আরো একটু হাত বাড়াও
ফিরবে পতন, ফিরবে মানুষ, এক থেকে হবে সহস্রাধিক।
মানুষ ফেরাও ... আকাশ বানাও আকাশে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন