যে বৃষ্টি শীত নিয়ে এল
আমি তাকে ছুঁয়ে বলছি
কোন অন্তরঙ্গ ঢেউয়েরও সাধ্য নেই
টলায় এই অসমাপ্ত প্রতিঞ্যা আমার।
আর যদি না আসো তুমি এখন ...
তবে এই যে বন্ধ হল অন্ধ চোখ
খুলবেনা আর তারা শত ছলনায়।
আমি তাকে ছুঁয়ে বলছি
কোন অন্তরঙ্গ ঢেউয়েরও সাধ্য নেই
টলায় এই অসমাপ্ত প্রতিঞ্যা আমার।
আর যদি না আসো তুমি এখন ...
তবে এই যে বন্ধ হল অন্ধ চোখ
খুলবেনা আর তারা শত ছলনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন