শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

কাল সেই আশ্চর্য্য সন্ধ্যাকাশের
মুখোমুখি দাঁড়িয়ে কোন ভাবনায়
নিরিবিলি বিলি কেটে দিচ্ছিল নিশ্চিদ্র কাল?
হাতের পাশেই পড়ে থাকা শুণ্যতা
গভীর, নিরব মনের সয়ে যাওয়া দিনলিপি
চুপচাপ শিশিরের বয়ে যাওয়া
আর আবেগে ফেঁপে ওঠা দেহের বিশালতায়
বহু জীবন পোড়া ছাই মুঠোবন্দী করে
একই এই আকাশের সামনে দাঁড়িয়েও
কেমন অসহায় বোধ হল!
এক এক করে কোটি তারা
স্থির চোখে দিয়ে যায় দেখা
আর যেভাবে জ্বলে ওঠে যেন
খন্ডে খন্ডে ভাগ করে দেয় বোধ,
অবোধ সুখী মানুষের অনতিক্রম্য মগজের
ভেতর থেকে মিটিমিটি ...
এক এক করে হাসতে থাকে সব
অট্টহাসি ছড়িয়ে পড়ে
আকাশের নিচে, মাটি ফুঁড়ে বেড়ে ওঠা
ঘাসের বুকেতে পড়ে আছড়ায়।
অবশেষে সেই ক্লেদ, ক্লান্তি
পাশাপাশি আকাশের ছায়া পেছনে রেখে
ক্রমশ হারিয়ে ফেলা জীবনের ভারে ন্যুব্জ
একা ...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন