রবিবার, ২ অক্টোবর, ২০১১

বলেছো স্বপ্নের কথা
আমি ভাবি আঁধার যাত্রা
ভাবলেশহীন আলিঙ্গনে, গোত্রহীন সম্পর্কের সুতোয়
আর কতবার হবে শবের স্তব
উড়বে ছাই আকাশে আকাশে
যেখানে নক্ষত্রের খসে পড়া মিথ্যে খেলাচ্ছলে
আহত হই, হিসেব কষি
আর কতোটা পথ পেরুলে আলো ডোবে!
ঝুলিতে কত ধূলো জমেছে, জানিনি কখনো
জানতে কি চেয়েছো তুমিও?
আমি শুধু চলেছি, চলেছি আর
আহত সৈনিকের মত হঠাৎ আবিষ্কার করেছি
তুমি হারিয়েছ সন্তর্পণে।
আমি দিগন্তের কাছে বলেছিলাম-
"আলো যেন না ফুরায়
আমি স্বপ্ন বুনি নিবিড় মমতায়"...
যেখানে আমার চিতা জ্বলে বারবার, প্রতিবার।
আমার স্বপ্নরাজ্য আমায় পোড়ায়।
আমি আজো ভাবি, আসবে তুমি
পথ ফুরোলে, আঁধারশয্যায়।
মিথ্যে অভিযোগে বিজয়ীর বেশে, শেষবারের মত হাসতে!
এখনো নিজেকে দেখো গর্বভরে?
সব পাওয়ার সুখে অসম্পূর্ণের আহাজারি স্পর্শ করেনা?
এখনো মানুষ তুমি স্বপ্ন বোনো?
শংকিত হই, যেন তুমি যাত্রী না হও আঁধারের
প্রতীক্ষা শেষে আমি প্রার্থনায় রত হব
আমায় আর জাগিওনা।
হেসো সম্পূর্ণ বেশে আলোতে আলোতে
ফুরোবেনা সে, আমি  প্রার্থনায়-তোমার বিজয়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন