আমি ফিরছিলাম আর ছিল ছাতিমের তলা।
ঠান্ডা কুয়াশা'র রাতে। তুমি ছিলেনা। তুমি পাশে ছিলেনা, তাই
ছাতিমের গন্ধ নেওয়া হলোনা আমার।
দেখলাম, কুয়াশা সরে সরে পথ করে দিলো।
ভীষণ ইচ্ছে হলেও
আমি গেলাম না দোকানের পাশে।
ধোঁয়া ওঠা চা'এর কাপেতে পোড়ালাম না ঠোঁট।
কি যে নিদারুণ সংকটে তোমাকে ফেলে এলাম
কি যে করুণা হল নিজের জন্যে!
আমার চোখের পাতা'রা ভিজছে
আর আমি দেখছি তোমার চোখ
তোমার ওই অসম্ভব একা চোখের নিঃসঙ্গতায়
আমি মিশে যাচ্ছি ... তবু
আমি ফিরে এলাম, নিজের জন্যে
করুণাগুলোকে লুকিয়ে ...
ঠান্ডা কুয়াশা'র রাতে। তুমি ছিলেনা। তুমি পাশে ছিলেনা, তাই
ছাতিমের গন্ধ নেওয়া হলোনা আমার।
দেখলাম, কুয়াশা সরে সরে পথ করে দিলো।
ভীষণ ইচ্ছে হলেও
আমি গেলাম না দোকানের পাশে।
ধোঁয়া ওঠা চা'এর কাপেতে পোড়ালাম না ঠোঁট।
কি যে নিদারুণ সংকটে তোমাকে ফেলে এলাম
কি যে করুণা হল নিজের জন্যে!
আমার চোখের পাতা'রা ভিজছে
আর আমি দেখছি তোমার চোখ
তোমার ওই অসম্ভব একা চোখের নিঃসঙ্গতায়
আমি মিশে যাচ্ছি ... তবু
আমি ফিরে এলাম, নিজের জন্যে
করুণাগুলোকে লুকিয়ে ...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন