শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

এখানে অন্ধকারে বসে আছে একটি কাক
ওখানে পড়ছে বৃষ্টি
বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছে মাটি, বহু পুরনো;
পায়ে মাড়ানো ঘাস
বুভুক্ষু প্রেতের মত গাছের পাতাগুলো
মেটাচ্ছে তৃষ্ণা অবারিত।

ফোঁটাগুলো ফুরাবে একসময়
তার আগে সরাবে এইসব ধূলো
এইসব কাজগুলো করে দেবে আজ বৃষ্টি ...

তারপর কাকের চোখের কালো মায়ার মত
অন্ধকার; পাখায় করে নিয়ে যাবে
আলোর দেশে
যেখানে ভেজা ভেজা গন্ধ ভরে আছে
দেবদারু'র শান্ত কোমলতায় পথে নামবে
মানুষের কোলাহল।
আর উষ্ণতায় ধরা পড়বে হাত হাতের উপরে
সেইসব ঠান্ডা মায়াবী সুরগুলো দেখে
তোমরা ভুলে যেও
গত জীবনের কথা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন