শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

এই বিক্ষত নগরীতে আমি আর ফিরব না
আরেকটি মৃত রাতের
নিরব চলে যাওয়ায় শামিল হব আমি
অবহেলায় ক্রমাগত ক্ষিয়ষ্ণু  অন্ধকারে
ভালবাসা নিয়ে আর ফিরবনা কোনদিন
ভোরের নিছক মায়া'র ডাকে ফিরবনা আর

আমার কোন দিক নেই, তবে আমি উদ্ভ্রান্ত নই
আমি জেনে গেছি, ভালবাসা'র পিঠেও বসানো যায়
বোঝাপড়া নামের ধারালো ছুঁড়ি'র কামড়!
এইসব ভুল করে ভেসে আসা দিনে
এইসব মানুষেরা প্রেমহীন পড়ে রয়
আর পড়ে রয় দিব্যি এপাড়-ওপাড়
আত্মা মেলেনা ...

তাই, ফিরে গেলাম অভিমানে
এই সুখ নিয়ে, বিকিয়ে দেইনি শেষ শুভ্রতাটুকু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন