কোন এক জীবনের কাছে শুনেছিলাম বহুকাল আগে
তার আকাশের সূর্য্য হলাম আমি
আমি তাকে আজও চিনিনি ...
কখনো জানতে চাইনি, সে কেমন আছে?
এতদিন পর আজ হঠাৎ যে কোন কাউকে
"ভালো আছি" বলে মনে হল
স্বভাবসুলভ "ভালো আছি" কথাটুকু সেও বলে কিনা!
কেমন কাটছে, জানতে চাইলে বলে ফেলি "ভালো"
অচেনা ছন্দে যে ভাবে
"ভালো আছি" বলাটা তারও কি স্বভাবসুলভ?
তার আকাশের সূর্য্য হলাম আমি
আমি তাকে আজও চিনিনি ...
কখনো জানতে চাইনি, সে কেমন আছে?
এতদিন পর আজ হঠাৎ যে কোন কাউকে
"ভালো আছি" বলে মনে হল
স্বভাবসুলভ "ভালো আছি" কথাটুকু সেও বলে কিনা!
কেমন কাটছে, জানতে চাইলে বলে ফেলি "ভালো"
অচেনা ছন্দে যে ভাবে
"ভালো আছি" বলাটা তারও কি স্বভাবসুলভ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন