রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

আমি দেখতে পারছি, লেখা আছে
"এখানে প্রবেশ নিষেধ।"
অথচ কি আশ্চর্য বোঝো
আমার আকাশ গলে এইমাত্র উড়ে গেল
আরো যে একটি সাদা কবুতর!
ও যখন সীমানা ফুঁড়ে ফিরে আসবে-
আমার জন্যে নির্ধারিত ঘাসে।
আমি ওর চোখ দেখে জেনে যাব,
এমনকি তোমার প্রান্তে হাহাকারে-
বেড়ে ওঠা ঘাসেরাও চায় আমার সান্নিধ্য!
কাঁটাতারে বেঁধে রেখেছ শিরা-উপশিরা,
মনে মনে হাসি ...
অনুভবের তীক্ষ্ণতা রুখবে কি করে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন