আমার তোমার সম্পর্কের সূত্র মেলাতে গিয়ে
ভুলেই যেন গেছি, বারান্দায় সেই রাত থেকে
একটা কালো বেড়াল আছে
ওর চোখের তীক্ষ্ণতায় যে ক্রোধ মিশে ছিলো
আমি তাই যতবার চোখ মিলিয়েছি
মনে হল ভেতরটা পুড়ে যাবে।
বেড়ালটার সাথে আপাতত আমার এটুকুই শেষ!
কাল রাতে যখন সে এলো,
আমার এই পুড়ে যাওয়া অনুভূতি ছিলো তখনো
কিন্তু অমন জোড়া চোখের শ্লেষ তাতে ছিলোনা।
তবে ও কেন অমন করে এলো কাল রাতে
বারান্দা বেয়ে, নুয়ে ... ঘুরে ঘুরে
সম্পর্কের অমিলিত সূত্রের মত এও গেঁথে গেছে।
... এই তো কিছু সময় পেরুলো
আমি যেয়ে দেখে এলাম ওকে
মিলিয়ে চোখ ওর চোখে, ভয়ে ...
এবার সে বসে আছে, দাপুটে ঢং'এ
আরো একটু কাছে গেলেই, খামচে দিতো, কামড়ে দিতো
কেন শুধু বসেই আছে, জানিনা।
বাড়ীতে আমি একা, আর সেই বসে থাকা বেড়াল
আর আছে ভয়, সেই দুই জোড়া চোখ।
... বেড়ালটা কিছু আগে চলে গেছে
জোড়া চোখ নিয়ে।
ওর সাথে আমার এটুকুতেই শেষ।
আমার তোমার অমীমাংসিত শেষটা রয়ে গেছে ...
ভুলেই যেন গেছি, বারান্দায় সেই রাত থেকে
একটা কালো বেড়াল আছে
ওর চোখের তীক্ষ্ণতায় যে ক্রোধ মিশে ছিলো
আমি তাই যতবার চোখ মিলিয়েছি
মনে হল ভেতরটা পুড়ে যাবে।
বেড়ালটার সাথে আপাতত আমার এটুকুই শেষ!
কাল রাতে যখন সে এলো,
আমার এই পুড়ে যাওয়া অনুভূতি ছিলো তখনো
কিন্তু অমন জোড়া চোখের শ্লেষ তাতে ছিলোনা।
তবে ও কেন অমন করে এলো কাল রাতে
বারান্দা বেয়ে, নুয়ে ... ঘুরে ঘুরে
সম্পর্কের অমিলিত সূত্রের মত এও গেঁথে গেছে।
... এই তো কিছু সময় পেরুলো
আমি যেয়ে দেখে এলাম ওকে
মিলিয়ে চোখ ওর চোখে, ভয়ে ...
এবার সে বসে আছে, দাপুটে ঢং'এ
আরো একটু কাছে গেলেই, খামচে দিতো, কামড়ে দিতো
কেন শুধু বসেই আছে, জানিনা।
বাড়ীতে আমি একা, আর সেই বসে থাকা বেড়াল
আর আছে ভয়, সেই দুই জোড়া চোখ।
... বেড়ালটা কিছু আগে চলে গেছে
জোড়া চোখ নিয়ে।
ওর সাথে আমার এটুকুতেই শেষ।
আমার তোমার অমীমাংসিত শেষটা রয়ে গেছে ...
...শেষ বলে কি আদৌ কিছু আছে?
উত্তরমুছুনমীমাংসা হয় না এর শুরুর মতই!
হঠাৎ সৃষ্ট বৃত্তে ঘুরতে থাকা আমরা সবাই।
বেড়ালটাও হয়তো ছিলো অপেক্ষায়, হয়তো তুমি জানতে না
জোড়া চোখে ক্রোধটা ফুটে ওঠে, গায়ের বিভৎসতা ঢেকে দেয়
ওর অসহায়ত্ব। বৃত্তের শিকার তো সেও,
শুরু আর শেষের ফাঁদে পড়ে পূরন হয়না
তার দুনিয়াটাকে বল বানিয়ে খেলার স্বপ্ন।