শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

আশ্চর্য মেঘদল! কালে কালে কত তুমি এলে
এখনো দিব্যি চলেছো ...
তোমাদের দেখে থেমে থেমে যাই!
তোমরা তা দেখোনা ...

পাতা'র আড়ালে ঘুম পড়ে রয়
কতকাল তোমাদের দেখে
তারা ঝরে যায়, গাছগুলো নুয়ে পড়ে গোপনে!
কাঁদা জলে গড়াগড়ি
তারপর গন্ধ ফুরায়!

তুমি তার সব চেখে বয়ে যাও শুধু ...
তোমাদের উঁচু উঁচু
ওড়াউড়ি দেখে ঘুমোতে যে পারিনা!
যেখানেই যাও ... তোমার পেছনে আরো
ভেসে রয় কত শত রঙ!

আমার এদিকে ঘর বসেনা মনেতে
অপলক চেয়ে থাকি, দেখে যাই শুধু
আর বৃষ্টি গড়ায়!
তোমরা তা দেখোনা ...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন