সোমবার, ১০ অক্টোবর, ২০১১

তোমার মত কেউ থাকবেনা দাঁড়িয়ে
ঘাসফুলের মত মায়াময় হাসি মেখে
কেউ বলবেনা, "চোখ মুছে ফেলো!"

গাছে গাছে ছেয়ে থাকা মেঠোপথে
ছুটে যাবে দুষ্ট বালকের দল
ইশারায় কেউ বলবেনা,
"ওদের দেখে রেখো।"

হঠাৎ পড়া দীর্ঘশ্বাস মুঠোভরে ধরে
কেউ বলবেনা, "ভয় নেই, তুমি হেঁটে যাও,
আমি তুলে দেবো
পা'য়ে পা'য়ে জড়িয়ে থাকা চোরকাঁটা
তোমাকে, আমি কাউকে ছুঁতে দেবোনা।"

তোমার মত কেউ দাঁড়িয়ে থাকবেনা
শত মানুষের ভিড়ে, চেনা অমানুষ হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন