রাত এখন আনুমানিক বারোটা তিন
এটা ভাবতেই মনে হল, আমি তিন ভালবাসি।
তিন কেন ভালবাসি, সে বর্ণ্নায় যাবনা।
কারণ খুঁজে ভালবাসা, সে কি ঠিক?
ঘরে ফিরে দেখলাম, বিছানা জুড়ে আছে
বকুল ফুলের মত মাকড়সা'র দল।
কি করি এখন? ...
মাদুড় পেতে শোবো!
আমি যখন চোখ বুজে ভাবছি এত শত
খোলা চোখে দেখি, ওরা নেই আর!
কারণ খুঁজি ভালবাসার, সে কি ঠিক?
এটা ভাবতেই মনে হল, আমি তিন ভালবাসি।
তিন কেন ভালবাসি, সে বর্ণ্নায় যাবনা।
কারণ খুঁজে ভালবাসা, সে কি ঠিক?
ঘরে ফিরে দেখলাম, বিছানা জুড়ে আছে
বকুল ফুলের মত মাকড়সা'র দল।
কি করি এখন? ...
মাদুড় পেতে শোবো!
আমি যখন চোখ বুজে ভাবছি এত শত
খোলা চোখে দেখি, ওরা নেই আর!
কারণ খুঁজি ভালবাসার, সে কি ঠিক?
...মাকড়সার জালে আটকে পড়া অস্তিত্ব
উত্তরমুছুনঅপেক্ষায় থাকে নিশ্চিত মৃত্যুর!
হিংস্র, উন্মত্ত, শাপগ্রস্ত ভালোবাসার
প্রেতেরা চাটে ঠোট, রাতের আশ্রয়ে।
দেয়ালে শুকিয়ে যাওয়া ভালোবাসা পরিনত
অমর এক দানবে, কীটে বদলে যাওয়া আমি জানতেও চাইনা!
কারণ খুঁজে ভালোবাসা, সে কি ঠিক?